১৪ বছর বয়সী কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
- ২৭ জুন ২০২৫, ২১:০০
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক মোহাম্মদ বাবু (২৬) আনোয়ারা উপজেলার বাসিন্দা। তার মেয়ের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর বন্ধুত্বের সূত্র ধরে এই ঘটনা ঘটে।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগীর মা গৃহস্থালির কাজের সুবাদে অভিযুক্তের পরিবারের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন। সেই সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তি গত ২৪ জুন উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকা থেকে কিশোরীকে অপহরণ করে বোয়ালখালীর কালুরঘাট আমতল এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে বলা হয়।
ঘটনার পরপরই ভুক্তভোগীর মা আনোয়ারা থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭/৯(১) ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে।