বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার দল ঘোষণা, দেখুন তালিকা
- ২৭ জুন ২০২৫, ২১:০০
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চারিত আসালাঙ্কার নেতৃত্বাধীন ১৬ সদস্যের দলটিতে নতুন মুখ একটিই—মিলান রত্নায়েকে।
২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান অবশ্য বাংলাদেশের জন্য নতুন নন। চলমান দুই টেস্ট সিরিজের প্রথমটিতে গলে খেলেছিলেন তিনি। এক ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছিলেন ৩৯ রান।
চলমান কলম্বো টেস্ট শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে ৩ ওয়ানডের সিরিজে। সিরিজ শুরু হবে ২ জুলাই কলম্বোতেই। এই সিরিজ দিয়েই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের যাত্রা শুরু হওয়ার কথা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে শ্রীলঙ্কা সর্বশেষ ওয়ানডে খেলেছিল ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২-০ ব্যবধানে জেতা সেই সিরিজের দলে থাকা নুয়ানিদু ফার্নান্দো, লাহিরু কুমারা ও মোহাম্মদ সিরাজ বাদ পড়েছেন। তাদের জায়গায় ঢুকেছেন সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশকা ও মিলান রত্নায়েকে।
ওয়ানডে সিরিজটির জন্য আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। মিরাজের নেতৃত্বাধীন দলে জায়গা পেয়েছেন দুই বছর জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ নাঈম।
শ্রীলঙ্কা ওয়ানডে দল:
চারিত আসালঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, দিলশান মাদুশঙ্কা, আসিতা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।
বাংলাদেশ ওয়ানডে দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।