রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত

রিজেন্ট বোর্ড সভায় উপাচার্যসহ অন্য সদস্যরা
রিজেন্ট বোর্ড সভায় উপাচার্যসহ অন্য সদস্যরা © টিডিসি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৭ম সভা মুক্তিযুদ্ধ কর্নারে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭) সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। 

উপাচার্য  রিজেন্ট বোর্ডের সভার শুরুতে সশরীরে উপস্থিত এবং অনলাইনে সংযুক্ত রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রিজেন্ট বোর্ডের ৭ম সভার ভাষণের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যারা বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় জীবন বিসর্জন দিয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেন।

পার্বত্য চট্টগ্রামে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষাকে সম্মুখে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ সৃষ্টি, সৃজনশীল গবেষণা, প্রশিক্ষণের মাধ্যমে প্রায়োগিক শিক্ষার সম্প্রসারণ, সুস্থ  নৈতিকতা শিক্ষার মাধ্যমে সম্প্রীতি, শিক্ষা ও উন্নয়ন প্রতিষ্ঠার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

উপাচার্য  হিসেবে যোগদান পরবর্তী সময়ে  রাবিপ্রবিতে চলমান ও সম্পাদিত গুরুত্বপূর্ণ  উদ্যোগসমূহ তুলে ধরেন। মাস্টারপ্ল্যান চূড়ান্তকরণের পর বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় চারটি (প্রশাসনিক ভবন, অ্যাকাডেমিক ভবন, ছাত্র হল ও ছাত্রী হল) অবকাঠামো নির্মাণ কাজ; কনফারেন্স রুম (সভা কক্ষ) আধুনিকায়ন; প্রশাসনিক ভবন-১-এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ; প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামে আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভাল-২০২৫ আয়োজন; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করা স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ; বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ পরীক্ষা সম্পাদনসহ অন্যান্য কার্যাদি রিজেন্ট বোর্ডকে অবহিত করেন।

আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার ৮ পুলিশ কর্মকর্তা স্বপদে বহাল, বেরোবি শিক্ষার্থীদের হুঁশিয়ারি

রিজেন্ট বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৭ম রিজেন্ট বোর্ডের সভায় একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী; শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ; কর্মকর্তাদের আপগ্রেডেশন; শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি নিশ্চিতকরণ; বিভিন্ন প্রকার ছুটির অনুমোদন; প্রণয়ন করা বিভিন্ন নীতিমালার অনুমোদন; শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাব/সোসাইটির গঠনতন্ত্র অনুমোদন; বিভিন্ন বোর্ডের সদস্য মনোনয়ন; বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান; বিভিন্ন বিভাগের পরীক্ষার ফলাফল অনুমোদনসহ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ২১টি এজেন্ডা নিয়ে আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়।

রাবিপ্রবি উপাচার্য  রিজেন্ট বোর্ড সভায় বিশ্ববিদ্যালয়ের নতুন অভিযাত্রায় সংযুক্ত নতুন নয়জন রিজেন্ট বোর্ড সদস্যের নাম উপস্থাপন করেন ও অভিনন্দন জানান।