‘জবি ছাত্রশিবিরের সভাপতি-সম্পাদক ছাত্রলীগ করতেন’, আমার কাছে সব তথ্য আছে বললেন—রাকিব
- ২৯ জুন ২০২৫, ১৬:০৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম ও সেক্রেটারি রিয়াজুল ইসলাম ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ‘আমরা যে অভিযোগ এতদিন করে এসেছি, তার প্রমাণ আমরা পেয়ে গেছি। জবি ছাত্রশিবির সভাপতি-সেক্রেটারির ছাত্রলীগ করার তথ্য আমাদের কাছে আছে।’
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ৩ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ছাত্রদলের মাসব্যাপী ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘ঢাবি শিবিরের যে শীর্ষ নেতৃত্বের সভাপতি তার ছাত্রলীগের কমিটিতে সরাসরি পদ রয়েছে।’
সম্প্রতি বাংলা কলেজে ঘটে যাওয়া এক ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা জুলাই অভ্যুত্থানে ছাত্রদের শহীদ করেছে। অনেক ছাত্রদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। সম্প্রতি সরকারি বাংলা কলেজের ছাত্রলীগের শীর্ষ নেতা ছাত্রদলের হাতে ধরা পড়লে তাকে বাঁচাতে ছুটে চলে আসে বাংলা কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাকিব। তাদের এই অবস্থানের জন্য আমরা ধিক্কার জানাই। পরে আমরা তদন্ত করে দেখলাম যে, সাকিব সরাসরি ছাত্রলীগের সাথে সরাসরি যুক্ত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে একটি গোপন বাহিনী আছে, যারা বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়। জামায়াতপন্থী যারা ছাত্রদলের সমালোচনায় মুখর, তাদের উচিত নিজেদের সংগঠনের নেতাদের শিক্ষাবর্ষ প্রকাশ করা।
রাকিবুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে নিজেদের ব্যবহার করছে। এভাবে নতুন নতুন ছাত্র সংগঠন বানিয়ে ছাত্রলীগের পুনর্বাসন করা হচ্ছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতসহ জবি শাখা ছাত্রদলের অন্যান্য নেতারা।