ছুটিতে শিক্ষার্থীদের যে ৬টি কাজ ভবিষ্যতের জন্য সহায়ক
- ২৬ নভেম্বর ২০২৫, ১২:০৪
স্কুল বা কলেজের ছুটি মানে শুধু ঘুম আর মুভি দেখা নয়—এটা নিজের জন্য সময় নেওয়ার সুযোগও। কয়েক সপ্তাহের ক্লাস আর পরীক্ষার পর বিশ্রাম দরকার, কিন্তু সেই সময়টুকু একটু গুছিয়ে ব্যবহার করলে ভবিষ্যতের জন্য অনেক উপকার হতে পারে।
চলুন জেনে নিই ছুটির দিনে কী কী করলে সময়টা আরও ফলপ্রসূ হয়ে উঠবে:
১. রেজুমে বা সিভি হালনাগাদ করুন
আপনি যদি কলেজে ভর্তি হতে চান বা ভবিষ্যতে কোনো চাকরি বা ইন্টার্নশিপ করতে চান, তাহলে নিজের রেজুমে হালনাগাদ করা জরুরি। নতুন কোনো কাজ বা অর্জন থাকলে তা যোগ করুন। যারা গ্রাফিক ডিজাইন, ছবি তোলা বা লেখালেখির সঙ্গে যুক্ত, তারা পোর্টফোলিও তৈরি বা সাজিয়ে রাখতে পারেন।
২. নতুন কিছু শিখুন
ইংরেজি শেখা, কম্পিউটার চালানো, কোডিং, ছবি আঁকা বা ভিডিও এডিটিং—অনেক কিছু শেখা যায় অনলাইনে। Coursera, YouTube, LinkedIn Learning-এর মতো প্ল্যাটফর্মে অনেক ফ্রি কোর্স আছে। ছোটখাটো এসব দক্ষতা ভবিষ্যতে অনেক কাজে লাগবে।
৩. স্বেচ্ছাসেবী কাজ করুন বা অভিজ্ঞদের কাছ থেকে শিখুন
ছুটির সময়টায় স্থানীয় কোনো স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করতে পারেন। এতে অভিজ্ঞতা বাড়বে, আত্মবিশ্বাস আসবে। যদি সুযোগ মেলে, নিজের পছন্দের পেশায় কাজ করা কাউকে একদিন ফলো করতে পারেন। এতে জানা যাবে পেশাটি আপনার জন্য উপযুক্ত কি না।
৪. ডিজিটাল জগৎটা গুছিয়ে নিন
কম্পিউটারের ফাইল, মোবাইলের ছবি বা অ্যাপ—যত অগোছালো থাকে, কাজের সময় তত সময় নষ্ট হয়। ছুটিতে এসব গুছিয়ে ফেলুন। দরকার নেই এমন অ্যাপ ডিলিট করুন, ই-মেইল ইনবক্স পরিষ্কার করুন, দরকারি নোট আলাদা ফোল্ডারে রাখুন।
৫. অ্যাকাডেমিক বইয়ের বাইরে কিছু পড়ুন
ছুটিতে আপনার পছন্দের কোনো উপন্যাস, গল্প বা জীবনী পড়তে পারেন। এতে মনের প্রশান্তি আসবে, চিন্তার জগৎও প্রসারিত হবে। পড়াশোনার চাপ না থাকায় এই সময় বই পড়া আরও আনন্দদায়ক হয়।
৬. নিজেকে ফিরে দেখুন, নতুন পরিকল্পনা করুন
গত সেমিস্টারে কী কী ভালো করেছেন, আর কোথায় সমস্যা হয়েছে—এই ছুটিতে তা ভাবার সময় আছে। চাইলে আগামী সেমিস্টারের জন্য ছোট কিছু লক্ষ্য ঠিক করে নিতে পারেন। যেমন: বেশি পড়া, ক্লাস মিস না করা, সময়মতো ঘুমানো ইত্যাদি।
ছুটি মানেই কাজের চাপ নয়, বরং নিজের মতো করে সময় কাটানোর সুযোগ। তবে সেই সময়টুকু একটু পরিকল্পনা করে কাজে লাগাতে পারলে, আপনি ছুটি শেষে আরও আত্মবিশ্বাসী হয়ে ফিরে আসবেন।