অভিষেক টেস্ট ক্রিকেটারদের সংবর্ধনা বিসিবির
- ০২ জুলাই ২০২৫, ১৪:৩৮
টেস্ট মর্যাদা লাভের রজতজয়ন্তী অনুষ্ঠানে সংবর্ধিত হলেন বাংলাদেশের অভিষেক টেস্ট ক্রিকেটাররা। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্লাজায় প্রথম টেস্টের ১১ ক্রিকেটারকে (অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, আল শাহরিয়ার রোকন ও মঞ্জুরুল ইসলাম ব্যতীত) সন্মাননা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই অনুষ্ঠানে প্রথম টেস্টের প্রধান কোচ সারোয়ার ইমরান এবং ম্যানেজার আজিজ আল কায়সার টিটোকেও সন্মাননা জানানো হয়।
এ সময় অভিষেক টেস্টের দুই ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপি, ওয়ান-ডাউন ব্যাটার হাবিবুল বাশার, সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, দুই পেসার হাসিবুল হোসেন শান্ত ও বিকাশ রঞ্জন দে (ধর্মান্তরিত হওয়ার পর মাহমুদুল হাসান রানা), বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিক, রিজার্ভ বেঞ্চে থাকা থার্ড ওপেনার জাভেদ ওমর বেলিম, দ্বাদশ ক্রিকেটার রাজিন সালেহ, বাঁ-হাতি স্পিনার এনামুল হক মনি, অফ-স্পিনার ফাহিম মুন্তাসির সুমিত এবং হেড কোচ সারোয়ার ইমরান ও ম্যানেজার আজিজ আল কায়সার টিটোকে ব্লেজার পরিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
এ সময় অভিষেক টেস্টের ক্রিকেটার ও কোচিং স্টাফ ছাড়াও বিসিবির পরিচালক মাহবুব আনাম, নাজমুল আবেদিন ফাহিম, ইফতিখার রহমান মিঠু, ফাহিম সিনহা, মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু এবং নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।