অবশেষে মিরপুরে অনার্স বোর্ড, আছেন যারা

অনার্স বোর্ড
অনার্স বোর্ড © সংগৃহীত

সময়টা ২০০০ সালের ১০ নভেম্বর, প্রথমবারের মত আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল বাংলাদেশ। এর আগে, একই বছরের ২৬ জুন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল লাল-সবুজেরা। সময়ের পরিক্রমায় পেরিয়েছে ২৫ বসন্ত।

টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিবি। একইদিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে ক্রিকেটের অনার্স বোর্ড চালু করেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। যেখানে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত রাজকীয় এই ফরম্যাটের ক্যাপ পড়া ক্রিকেটারদের নাম স্থান পেয়েছে।

আকরাম খান থেকে হাবিবুল বাশার সুমন, মাশরাফী বিন মোর্ত্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান কিংবা জাকের আলি অনিকরা অনার্স বোর্ডে আছেন। কোন মাঠে অভিষেক, টেস্ট ক্যাপের নাম্বারের পাশাপাশি অভিষেক বছরও তাতে রয়েছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে অনার্স বোর্ড উদ্বোধন করেন। এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সাবেক খেলোয়াড় এবং বিসিবির অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনার্স বোর্ড
টেস্টে অভিষিক্ত ১০৭ ক্রিকেটারের তালিকা