বাংলাদেশ-চীন-পাকিস্তান জোট গঠন: অবস্থান পরিষ্কার করলেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন © সংগৃহীত

সম্প্রতি চীনের কুনমিংয়ে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় একটি জোট গঠন নিয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বৃহস্পতিবার (২৬ জুন) সাংবাদিকদের জানান, বাংলাদেশ কোনো জোট গঠন করছে না।

তিনি বলেন, ‘আমরা কোনো জোট গঠন করছি না। মূলত এই উদ্যোগ চীনের পক্ষ থেকে এসেছে এবং এটি একেবারেই অফিসিয়াল বা রাজনৈতিক কোনো পর্যায়ে নেই।’

তৌহিদ হোসেন আরও জানান, ‘কুনমিংয়ে একটি প্রদর্শনী চলছিল, যেখানে সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্র সচিবেরা বসে আলাপ-আলোচনা করেছেন। আলোচনা মূলত কানেক্টিভিটি ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয় নিয়ে ছিল। আপনারা যেসব জোট গঠনের কথা বলছেন, তা সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক। এটা একটি প্র্যাকটিক্যাল সুযোগ-সুবিধা সৃষ্টি করার উদ্যোগ মাত্র।’

চীনের কুনমিংয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের এক বৈঠকে তিন পক্ষের সহযোগিতা বাস্তবায়নের জন্য একটি যৌথ কর্মদল (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ - জেডব্লিউজি) গঠনের প্রস্তাব এসেছে চীন ও পাকিস্তানের পক্ষ থেকে। তবে বৈঠক নিয়ে তিন দেশের সংবাদ বিজ্ঞপ্তিতে অসংগতি ছিল।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের যা উল্লেখ করা হয়েছে, তাতে বোঝা যায় বিষয়টি বড়সড় কোনো স্ট্রাকচার্ড উদ্যোগ ছিল না। প্রত্যেক দেশই নিজেদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখেছে। ভবিষ্যতে যদি এ বিষয়ে কোনো অগ্রগতি ঘটে, সেক্ষেত্রে সাংবাদিকরা অবহিত হবেন।’

ত্রিপক্ষীয় জোট গঠনের বিষয়টি কি তৃতীয় কোনো দেশকে টার্গেট করে করা হচ্ছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চিতভাবে এটা তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে নয়। আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, এখানে কোনো টার্গেটিংয়ের বিষয় নেই। এছাড়া, এমন কোনো দেশ যদি ত্রিপক্ষীয় বৈঠক করতে চায়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা রাজিও আছি।”

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ধরুন, ভারত কানেক্টিভিটি নিয়ে নেপাল বা অন্য কোনো দেশকে নিয়ে আলোচনা করতে চায়, আমরা সেটাতেও রাজি। যেহেতু এখানে চীন ও পাকিস্তান রয়েছে, তাই হয়ত আপনারা এ নিয়ে অতিরিক্ত জল্পনা করছেন। এটিকে বেশি স্পেকুলেট করার সুযোগ নেই।”