৪৪তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল
- ২৭ জুন ২০২৫, ১১:২১
আগামী সোমবার (৩০ জুন) ৪৪ তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ বিসিএসের চূড়ান্ত ফলে ৪০০টি অতিরিক্ত ক্যাডার পদ যোগ হতে যাচ্ছে। অতিরিক্ত পদ বাড়ানোর ক্ষেত্রে অনুমোদন পেতে দেরি হলে ফল প্রকাশের বিষয়ে কমিশনের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সার্ভিস কমিশনের (পিএসসি) একটি সূত্রদ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ৪৪তম বিসিএসের ক্যাডার পদের সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। যেহেতু পদ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে, সেহেতু অনুমোদন পেতে সময় বেশি লাগলে ফল প্রকাশের বিষয়ে কমিশনের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব জানিয়েছেন, ৪৪তম বিসিএসে প্রায় ৪০০টি ক্যাডার পদ বাড়তে পারে। এর মধ্যে শিক্ষা, কর, মৎস্য এবং পরিবার পরিকল্পনা অন্যতম।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।’