নূরুল হুদাকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দলের তিন নেতার জামিন
- ২৫ জুন ২০২৫, ২২:১২
‘মব’ সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় দায়ের করা মামলা থেকে স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৫) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন প্রাপ্তরা হলেন, স্বেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের নেতা মোজ্জাম্মেল হক ঢালী, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফকে ও একই থানার যুগ্ম-আহবায়ক কাইয়ূম।
মঙ্গলবার (২৪ জুন) হানিফের পক্ষে তার আইনজীবী মঙ্গলবার জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে আজ মোজাম্মেল ও কাইয়ুমের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট এনামুল হক।
শুনানিতে অ্যাডভোকেট এনামুল হক বলেন, তারা নির্দোষ, নিরপরাধ। ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত না। হয়রানি করতে তাদের মামলায় জড়িত করা হয়েছে। তারা ভিকটিমের নিরাপত্তার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। অন্যথায় বিক্ষুব্ধ জনতার হাতে ভিকটিম মারাত্মক শারীরিক ক্ষতির সম্মুখীন হতেন।
তিনি আরও বলেন, দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য তাদের মামলায় জড়িত করা হয়েছে। তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ জামিনযোগ্য ধারায়। পরে আদালত ৫০০ টাকা মুচলেকায় মামলার পরবর্তী তারিখ ২৮ জুলাই পর্যন্ত তাদের জামিনের মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক সাবেক সিইসি নূরুল হুদাকে বের করে আনেন। এরপর গলায় জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। এছাড়া জুতা দিয়ে নূরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপ করা হয়। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৪ জুন পুলিশ বাদী হয়ে মামলা করেন।