খুব শিগগিরই গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প © টিডিসি সম্পাদিত

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির বিষয়ে বড় ধরনের অগ্রগতির কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি এখন ‘খুব কাছাকাছি।’ বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা খুব শিগগিরই ভালো কিছু খবর পাব।’ মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের বরাত দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলছিলাম। তিনি এক অসাধারণ মানুষ এবং এই বিষয়ে অন্য যেকোনো ব্যক্তির চেয়ে বেশি জানেন। তিনি আমাকে জানিয়েছেন, গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি।’

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আজ অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র। নিহতদের মধ্যে অন্তত ১৪ জন মারা গেছেন ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে, যেখানে খাবার সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন তারা। খবর আল-জাজিরার।

এর আগে, ইরান ও ইসরাইলের সংঘাতের মধ্যে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি আড়ালে চলে যায়। তবে ১২ দিনের মাথায় গত মঙ্গলবার (২৪ জুন) ইরান ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু গাজায় ইসরাইলের গণহত্যার যুদ্ধ অব্যাহত রয়েছে। বেড়ে চলেছে হতাহতের সংখ্যাও।