জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষ্যে আনোয়ারায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

আনোয়ারায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
আনোয়ারায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ জুন) বিকেলে আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ—আব্দুল হান্নান, আশিকুর রহমান, রাশেদুল বশর, রোকন ও রিদোয়ানসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই। আমরা ছাত্রদলের পক্ষ থেকে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে নিয়মিতভাবে এমন কর্মসূচি পালন করে আসছি।”

তারা আরও বলেন, জুবাইদা রহমানের  জন্মদিন উপলক্ষে এ ধরনের কর্মসূচি আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এসময় নেতাকর্মীরা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।