সেপ্টেম্বরে আসতে পারে সাত কলেজের প্রজ্ঞাপন, ভর্তি পরীক্ষা কবে?

সাত কলেজের লোগো
সাত কলেজের লোগো © টিডিসি নিউজ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রজ্ঞাপন আসতে পারে আগামী সেপ্টেম্বরে। ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে। এছাড়াও ভর্তি পরীক্ষা আগামী আগস্টের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহে হতে পারে। তবে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে শঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), সাত কলেজ প্রশাসন এবং মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইউজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামী জুলাইয়ে সাত কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টে। তবে বিশ্ববিদ্যালয় হিসেবে সাত কলেজের প্রজ্ঞাপন আরও পরে আসতে পারে। প্রজ্ঞাপনের আগেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

প্রজ্ঞাপন পাওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিলে আইনি জটিলতা তৈরি হতে পারে—এমন আশঙ্কার বিষয়ে তিনি বলেন, ভর্তি বিজ্ঞপ্তিতে ‘প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়’ শব্দটি ব্যবহার করা হবে। এতে আইনি জটিলতায় পড়তে হবে না। কারণ, ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়টির প্রস্তাবনা রয়েছে—আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি।

এদিকে, গত ১৮ জুন ইউজিসি ও সাত কলেজ প্রশাসন একটি সভায় বসেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, টেকনিক্যাল কিছু জটিলতার কারণে বিজ্ঞাপন দেওয়া সম্ভব হয়নি। সাত কলেজ বর্তমানে কোথায় অবস্থান করছে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, না কি নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে—এটি এখনও স্পষ্ট নয়। ফলে ভর্তি পরীক্ষার পুরো প্রক্রিয়া কীভাবে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব বিষয় পরিষ্কার করেই আমরা পরবর্তী সভায় বসব, অন্যথায় আইনি জটিলতায় পড়তে হতে পারে।

একাধিক সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়টির প্রজ্ঞাপন আসতে পারে। তবে আজ মঙ্গলবার (২৪ জুন) অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে ইউজিসির সঙ্গে আগামীকাল কথা বলবেন। গত সপ্তাহ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে প্রজ্ঞাপন সংক্রান্ত ফাইল রয়েছে। হয়তো আগামীকাল এর কিছু আপডেট পাওয়া যেতে পারে।

এদিকে, সাত কলেজের ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইউজিসিতে আরও একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া সাত কলেজের আসন সংখ্যা কমানো এবং সেকেন্ড টাইম চালু রাখার মতো কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রজ্ঞাপন না হওয়ায় এ বছর প্রতিষ্ঠানটি কোনো বাজেট পাচ্ছে না।