আকাশসীমা বন্ধ করল কাতার

কাতারের আকাশসীমা
কাতারের আকাশসীমা © সংগৃহীত

কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা চালিয়েছে ইরান। এই হামলার পরপরই সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। সোমবার (২৩ জুন) রাতে এ হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।

ফ্লাইটরাডার মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছে, ফ্লাইট পাথ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিওর ওপর ভিত্তি করে আমিরাতের আকাশসীমা বন্ধ করা হয়েছে।

আকাশসীমা বন্ধ ঘোষণা করা ছাড়াও কাতারের বেশ কিছু স্কুল আগামীকাল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে কাতারের রাজধানী দোহার কাছের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। সেখানে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে।