সরকারি কর্মচারীদের বাড়ল ‘বিশেষ সুবিধা’, কার্যকর জুলাই থেকে

বাংলাদেশ সরকারের লোগো
বাংলাদেশ সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আগামী জুলাই মাস থেকে কার্যকর হতে যাচ্ছে বাড়তি ‘বিশেষ সুবিধা’। এতে করে ন্যূনতম মাসিক বেতন ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাড়বে বলে জানানো হয়েছে। 

আজ সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এক অফিস আদেশে সরকারি কর্মচারীদের জন্য নতুন এ বিশেষ সুবিধা ঘোষণা করা হয়।

এ বিষয়ে এর আগে রোববার উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদনের পর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে এই বিশেষ সুবিধা বাড়ানোর ঘোষণা দেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, যৌথ বাহিনী (Joint Services Instruction-এর আওতাভুক্ত), জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ বাহিনীতে কর্মরতরা আগের ন্যূনতম ১ হাজার টাকার পরিবর্তে এখন থেকে ১ হাজার ৫০০ টাকা করে বিশেষ সুবিধা পাবেন। একইভাবে, পেনশনভোগীদের জন্য এই পরিমাণ বাড়িয়ে মাসে ন্যূনতম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে ছিল ৫০০ টাকা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব পেনশনভোগী মাসিক ১৭ হাজার ৩৮৯ টাকা পর্যন্ত সুবিধা পাচ্ছেন, তারা ১৫ শতাংশ হারে এবং যারা তার বেশি পাচ্ছেন, তারা ১০ শতাংশ হারে এই বিশেষ সুবিধার আওতায় থাকবেন।

একইদিনে প্রকাশিত অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের জন্যও এই বিশেষ সুবিধা কার্যকর হবে। এখানে জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ ও তার ঊর্ধ্বে অবস্থানরতরা মূল বেতনের ১০ শতাংশ হারে এবং গ্রেড-১০ ও নিচের গ্রেডে কর্মরতরা ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন।

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার পরিবর্তে ‘বিশেষ সুবিধা’ চালুর প্রস্তাবটি প্রথম আসে চলতি বছরের ২ জুন জাতীয় বাজেট ঘোষণার সময়। এরপর ৩ জুন প্রথম প্রজ্ঞাপন জারি করা হয়।