মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশি হাইকমিশনার
- ২৪ জুন ২০২৫, ১৬:০৩
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কলকাতার নবান্ন ভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
দীর্ঘ নয় বছর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো বাংলাদেশি হাইকমিশনারের সাক্ষাৎ হলো। নবান্ন সূত্রে জানা গেছে, এর আগে দুইজন হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান—সাক্ষাৎ চাইলেও তা সম্ভব হয়নি। এ প্রেক্ষাপটে রিয়াজ হামিদুল্লাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে এই সাক্ষাতে ঠিক কী আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। এর আগে কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে রবীন্দ্র কাছারিবাড়ির উন্নয়ন, সীমান্ত ব্যবস্থাপনা, বিএসএফ-বিজিবির ভূমিকা, অনুপ্রবেশ ও ফেরত পাঠানো বাংলাদেশিদের মানবিক পরিস্থিতি, তিস্তা পানি বণ্টন, সীমান্ত বাণিজ্য, স্বাস্থ্য ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা হতে পারে।