৪৪তম বিসিএসে কোটাধারীদের সনদ জমা দেওয়ার নির্দেশ পিএসসির

পিএসসি
পিএসসি © সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী কোটাভুক্ত প্রার্থীদের জন্য কোটার সপক্ষে সনদ বা প্রত্যয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

সোমবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ কোটাভুক্ত প্রার্থীদের নিজ নিজ কোটার স্বপক্ষে প্রমাণপত্রের সফট কপি আগামী ২৬ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টার মধ্যে নির্ধারিত অনলাইন লিংকে জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রমাণপত্র না দিলে কোটার সুবিধা থেকে ওই প্রার্থীকে বঞ্চিত হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, কোটার দাবি তখন আর গ্রহণযোগ্য হবে না। তাই সময়মতো ও যথাযথভাবে সনদপত্র জমা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে পিএসসি।

৪৪তম বিসিএসের মাধ্যমে মোট ১ হাজার ৭১০ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যে ৭ জন, তথ্যে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।