চোট পেলেন শান্ত, কলম্বো টেস্টে খেলা হবে তো?
- ২৬ জুন ২০২৫, ১১:১৫
শ্রীলঙ্কার সঙ্গে গল টেস্টে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে সোমবার (২৩ জুন) থেকে ফের অনুশীলনে নেমেছিল বাংলাদেশ। এদিন কলম্বোতে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। স্লিপে ক্যাচ অনুশীলনের সময় ডান হাতে চোট পান টাইগার দলপতি।
লঙ্কান সিরিজে এর আগে আরও একবার চোট পেয়েছিলেন শান্ত। প্রথম টেস্টের আগে প্রথম দিনের অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন। অবশ্য আঙুলে ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে খেলেন তিনি। দ্বিতীয় টেস্টের আগেও চোট পেলেন বাঁহাতি এই ব্যাটার। তাই পর্যবেক্ষণে থাকতে হচ্ছে তাকে।
যদিও এই মুহূর্তে ভয়ের কিছুই নেই। এদিন আর কোনো অনুশীলন করেননি শান্ত। কেবল সতীর্থদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের পরই টেস্ট দলের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন শান্ত। সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়কত্ব ছাড়া নিয়ে শান্তর মন্তব্য, 'আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ, দুদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।'
ভালো পারফর্ম করেই অনেকে অবসর নেয় কিংবা অধিনায়কত্ব থেকে সরে যায়। শান্তর ক্ষেত্রেও কী এমনটাই হবে প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘সবথেকে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না এই মুহূর্তে এরকম কোনো কিছু প্লান নেই।’