চার মাস ধরে বন্ধ কুয়েট, ক্লাসে ফিরছেন না শিক্ষকরা
- ২৪ জুন ২০২৫, ১৮:৩৪
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ একাডেমিক কার্যক্রম আপাতত শুরু হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আজ সোমবার (২৩ জুন) অনুষ্ঠিত এক সভা শেষে জানায়, তারা আগের অবস্থানে অনড় রয়েছে এবং অবিলম্বে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবি জানাচ্ছে।
চার মাস ধরে কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ছয় হাজারের বেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়েছে। এ অবস্থায় অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান শিক্ষক নেতাদের ফোনে ক্লাস শুরুর আহ্বান জানান। তবে শিক্ষক সমিতির আজকের সভায় একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শুরু হওয়া এই সভা চলে দুপুর ১টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম। সভা শেষে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, “কুয়েটের অচলাবস্থা নিরসনের জন্য আমরা দ্রুত ভিসি নিয়োগের দাবি জানাচ্ছি। শিক্ষকদের অবস্থান অপরিবর্তিত থাকবে।”
তিনি আরও বলেন, “একাডেমিক ও প্রশাসনিক যেকোনো কার্যক্রম পরিচালনায় একজন ভিসি অপরিহার্য। তার অনুপস্থিতিতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।”
সভা শেষে শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. নুরুন্নবী মোল্লা বলেন, “আমরা ক্লাস শুরু করতে চাই। কিন্তু আমাদের নেতৃত্ব প্রয়োজন। একাডেমিক ক্যালেন্ডার, ক্লাস শুরুর সময় নির্ধারণসহ অনেক সিদ্ধান্ত নিতে অনুমোদনের প্রয়োজন, যেটি ভিসি ছাড়া সম্ভব নয়। বিষয়টি সবাইকে বোঝানো জরুরি—ভিসি এলেই ক্লাসে ফেরার পথ তৈরি হবে।”
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে জটিলতা এড়াতে শিক্ষা উপদেষ্টা বরাবর গতকাল (২২ জুন) চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী সমিতি। এতে ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত বিকল্প নির্দেশনার অনুরোধ জানানো হয়েছে।