মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’-বিষয়ক প্রশিক্ষণ শুরু
- ২৯ জুন ২০২৫, ২২:২৭
তথ্য প্রযুক্তিনির্ভর যুগে দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে শুরু হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স। কোর্সটি প্রতি সোম ও বৃহস্পতিবার মোট ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাব কক্ষে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে ও বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের (বিআইটিএম) সহায়তায় শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে পাঁচ সপ্তাহব্যাপী।
অনুষদ সদস্য, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে থেকে ৪০ জন এ প্রশিক্ষণে সুযোগ পেয়েছেন। এ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে মৌলিক ধারণা, বাস্তব উদাহরণ ও প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন: ছাত্রদলের নারী কর্মীর মরদেহ উদ্ধার
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেনের দিকনির্দেশনায় এ প্রশিক্ষণ কর্মসূচির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আইকিউএসির পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ মোশাররফ হোসেন এবং কোর্স সমন্বয়কের দায়িত্বে রয়েছেন সহকারী পরিচালক মো. সালমান সাদেকীন চয়ন।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি এ ধরনের কার্যক্রম চালু হয়েছে। ইতোমধ্যে ড্রাইভিং প্রশিক্ষন চলমান। শিগগিরই চায়নিজ ল্যাংগুয়েজ কোর্স চালু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।