কুয়াকাটায় প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
- ২৬ জুন ২০২৫, ০৯:৩৫
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে কুয়াকাটায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ জুন) বেলা ১১টায় নয়াপাড়া পরিবেশ ক্লাবের সহযোগিতায় সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ রেসিলিয়েন্ট ট্রান্সফরমেশন প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে একটি র্যালি কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে কুয়াকাটা সমুদ্রসৈকতে গিয়ে শেষ হয়। পরে সৈকতের বিভিন্ন স্থানে প্লাস্টিক বোতল ও বর্জ্য পরিষ্কার অভিযান পরিচালনা করেন অংশগ্রহণকারীরা। পরে কুয়াকাটা পৌরসভার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, নয়াপাড়া পরিবেশ ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলামিন ব্যাপারীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় শাবিপ্রবির দুই ছাত্রের ৪ দিনের রিমান্ড
আলোচনা সভায় বক্তারা প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘প্লাস্টিক আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক ব্যবহার কমানো এবং বেশি করে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা।
এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় জনগণকে সম্পৃক্ত করা সম্ভব বলে জানান আয়োজকরা। পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণ ও প্লাস্টিক ব্যবহারে সচেতনতার মাধ্যমে কুয়াকাটা যেন একটি পরিচ্ছন্ন ও সবুজ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে—এই প্রত্যাশায় কর্মসূচি শেষ হয়।