পটুয়াখালীতে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ
- ২৪ জুন ২০২৫, ১৫:১০
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে ট্রলার ভেড়ানোর সময় নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম আল-আমিন (৩৫)। তিনি গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শিরাজ খান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন এমবি আসাদুল নামের একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে যায়। মাছ ধরা শেষে আজ সকালে ট্রলারটি চরমোন্তাজ ঘাটে পৌঁছায়। ঘাটে ভেড়ানোর সময় রশি দিয়ে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে পড়ে যান জেলে আল-আমিন। এ সময় মাথায় আঘাত লেগে তিনি বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে নিখোঁজ হন।
আরও পড়ুন: ছাত্রদলের নারী কর্মীর মরদেহ উদ্ধার
নিখোঁজ জেলের সহকর্মীরা জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই তারা উদ্ধার তৎপরতা শুরু করেন, তবে কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর থেকে চরমোন্তাজ ঘাট-সংলগ্ন নদীর পাড়ে ভিড় করছেন নিখোঁজ জেলের স্বজন, সহকর্মী ও স্থানীয় লোকজন।
এ বিষয়ে রাঙ্গাবালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার অভিযান চালাবে।