হরমুজ প্রণালী বন্ধ না করতে ইরানকে বোঝাতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান
- ২৩ জুন ২০২৫, ২৩:০৩
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী বন্ধ না করতে ইরানকে বোঝানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে এ আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ওয়াশিংটনের এমন আহ্বানে চীনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
রুবিও বলেন, 'আমি বেইজিংয়ে চীনা সরকারকে এটি নিয়ে ইরানের সঙ্গে কথা বলতে উৎসাহিত করছি, কারণ তারা তাদের তেলের জন্য হরমুজ প্রণালীর উপর ব্যাপকভাবে নির্ভরশীল। যদি তারা এটি করে, এটি হবে আরেকটি ভয়ঙ্কর ভুল। এটি তাদের জন্য অর্থনৈতিকভাবে আত্মহত্যা হবে। এবং আমাদের কাছে তা মোকাবেলা করার বিকল্প থাকবে, তবে অন্যান্য দেশগুলোকেও এটি নজরে রাখতে হবে। এটি আমাদের চেয়ে অন্যান্য দেশের অর্থনীতির উপর অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলবে।' এছাড়া প্রণালী বন্ধ করার পদক্ষেপ ব্যাপক উত্তেজনা সৃষ্টি করবে এবং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই প্রতিক্রিয়া জানাবে বলে জানান তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের একটি প্রধান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে। হামলায় ব্যবহৃত হয়েছে অন্তত ১৪টি বাঙ্কার ধ্বংসকারী বোমা, ২০টিরও বেশি টোমাহক ক্ষেপণাস্ত্র এবং ১২৫টির বেশি সামরিক বিমান। এই হামলা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতকে আরও জটিল করে তুলেছে।
তেহরান পাল্টা প্রতিক্রিয়ার অঙ্গীকার করেছে। রুবিও এ বিষয়ে বলেন, ইরান যদি পাল্টা হামলার পথ বেছে নেয়, তবে তা হবে তাদের সবচেয়ে বড় ভুল। তবে যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের পথেই আগ্রহী।
উল্লেখ্য, বিশ্বব্যাপী সরবরাহ হওয়া তেলের প্রায় ২০ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সূত্র: রয়টার্স