শেরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ © টিডিসি

শেরপুর সরকারি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠান, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ জুন) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ। ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুফতি ফজলুল হক জামালীর সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশীদ, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক শাহ কামাল উদ্দীন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা কমিটি-২০২৫-এর আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গাজী শাহ্ আল হেলালী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থী

 

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সততা, অধ্যবসায় ও নৈতিকতাই জীবনের মূল চাবিকাঠি। পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে যেকোনো বড় লক্ষ্য অর্জন সম্ভব। তাই আত্মবিশ্বাস ধরে রেখে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

তারা আরও বলেন, শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ ও ন্যায়নিষ্ঠ হতে হবে। পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ রেখে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, শেরপুর সরকারি কলেজ থেকে এবার ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৬৩৫ জন, মানবিক শাখায় ৫৮০ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৩৮৫ জন শিক্ষার্থী রয়েছেন।

আরও পড়ুন: যশোরে এইচএসসি পরীক্ষা স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ বোর্ডের

বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় তাদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়। শেষে শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়, যা কলেজ শাখা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিতরণ করা হয়। অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন পরিবেশ বিরাজ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক এসএম ফরিদ আহমেদ, কলেজ শাখা ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা।