যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের আইআরজিসির হুঁশিয়ারি

আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি
আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি © সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিয়েছে। 

সংগঠনটির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের ‘পবিত্র মাটিতে’ আঘাত করেছে।

তিনি জানান, এর ফলে যুক্তরাষ্ট্রকে ‘ভয়াবহ, অনুশোচনা করার মতো, অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে, যা হবে ‘শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান’-এর মাধ্যমে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে জোলফাঘারি বলেন, ‘ট্রাম্প, জুয়ারি! আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করবো আমরা!’

গত ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও পালটা হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এ যুদ্ধ পরিস্থিতি এখনো চলমান এবং এতে দুই পক্ষেই বহু হতাহত হয়েছে।