রামপুরা সাবস্টেশনে ক্রটি, বিদ্যুৎহীন রাজধানীর বড় অংশ

বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজধানীর বড় একটি অংশ
বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজধানীর বড় একটি অংশ © ফাইল ফটো

রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজধানীর বড় একটি অংশ। আজ রবিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ গোলযোগের ঘটনা ঘটে।

বিদ্যুৎ সরবরাহ ঠিক করতে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান।

এদিকে পিজিসিবি জানিয়েছে, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯টা ৫০ মিনিটে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি হয়েছে। পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন।

সম্ভাব্য দ্রুততম সময়ে এই সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা করছে পিজিসিবি।