সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে ডিম নিক্ষেপ, জুতা দিয়ে চপেটাঘাত

নূরুল হুদাকে চপেটাঘাত ও ডিম নিক্ষেপ
নূরুল হুদাকে চপেটাঘাত ও ডিম নিক্ষেপ © টিডিসি সম্পাদিত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরা এলাকা গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত উত্তরা জোনের এডিসি আহম্মদ আলী। গ্রেপ্তারের সময় স্থানীয় জনতা তাকে গলায় জুতা মালা পড়িয়ে দেয় এবং গালে-মুখে চপেটাঘাত করে। এসময় তাকে ডিম নিক্ষেপ করতেও দেখা গেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘নূরুল হুদাকে তার বাসা ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে রয়েছেন।’

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে ঘিরে রেখেছে। তার গলায় জুতার মালা পড়িয়ে দেয় উত্তেজিত জনতা এবং জুতা দিয়ে এক ব্যক্তি তার গালে-মুখে জুতাপেটা করছে। এসময় পুলিশ সদস্যরা তাকে নিয়ে যায়।

এদিকে আজ রবিবার (২২ জুন) প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলার আবেদন জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

সাবেক তিন সিইসি হলেন, ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।