এইচএসসি: সঠিক নিয়মে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে ভালো নম্বর পাওয়ার উপায়

পরীক্ষার হল
পরীক্ষার হল © সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রতিটি বিষয়ে সাধারণত ৭০ নম্বরের সৃজনশীল ও ৩০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনেক শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর সঠিকভাবে না জানার কারণে আশানুরূপ নম্বর পায় না। আবার কেউ কেউ একটি প্রশ্নের উত্তর দীর্ঘ করে লিখতে গিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর সময়মতো শেষ করতে পারে না। 

সৃজনশীল প্রশ্নে ভালো নম্বর পেতে হলে কীভাবে গঠনভিত্তিক ও সময়মতো উত্তর লিখতে হয়, তা নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

প্রতিটি সৃজনশীল প্রশ্নের চারটি স্তর থাকে। এগুলো হলো:   

ক. জ্ঞানমূলক
খ. অনুধাবনমূলক
গ. প্রয়োগমূলক
ঘ. উচ্চতর দক্ষতা

জ্ঞানমূলক অংশ লেখার নিয়ম:
জ্ঞান মূলক প্রশ্নের উত্তর এক লাইনের মধ্যে লিখতে হয়। এখানে কোনোভাবে বানান ভুল করা যাবেনা   

অনুধাবনমূলক অংশ লেখার নিয়ম:
অনুধাবনমূলক প্রশ্ন মূলত ব্যাখ্যামূলক হয়ে থাকে। কেন, কীভাবে, কী কারণে এসব নিয়ে ব্যাখ্যা আসতে পারে।
এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে মূল বক্তব্য জ্ঞান মূলক আকারে এক-দুই লাইনের মধ্যে লিখতে হবে। পরবর্তীতে 
বিষয়টি তিন থেকে পাঁচ লাইনের মধ্যে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে।  

প্রয়োগমূলক অংশ লেখার নিয়ম:
প্রয়োগমূলক প্রশ্নের উত্তর লেখার জন্য, প্রথমে উদ্দীপকটি ভালোভাবে বুঝতে হবে, তারপর পাঠ্যবইয়ের কোন অংশের সাথে এর সম্পর্ক রয়েছে তা চিহ্নিত করতে হবে। এরপর উদ্দীপকের আলোকে প্রাসঙ্গিক তথ্য ও উদাহরণ দিয়ে ৭-১০ লাইনের মধ্যে গুছিয়ে উত্তর লিখতে হবে।    

উচ্চতর দক্ষতা লেখার নিয়ম:
উচ্চতর দক্ষতা অংশে সাধারণত ৪ নম্বর বরাদ্দ থাকে এবং এতে শিক্ষার্থীদের চারটি ধাপে উত্তর লিখতে হয়। এই প্রশ্নে মূলত উদ্দীপকের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা, বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, ধারণা তৈরি, উক্তি বা ঘটনার মূল্যায়ন করতে বলা হয়।
এই অংশে উত্তর সাজানোর জন্য জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও প্রয়োগমূলক—তিনটি অনুচ্ছেদে উত্তর লিখতে হবে।

এরপর অতিরিক্ত তিন থেকে চার লাইন ব্যাখ্যা যোগ করে উচ্চতর বিশ্লেষণ অংশটি সম্পন্ন করতে হবে এবং সবশেষে একটি সংক্ষিপ্ত উপসংহার লিখে উত্তর শেষ করতে হবে।

কতক্ষণ সময় লেখা উচিত?
জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে ১ মিনিট
অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে ৩ থেকে ৪ মিনিট
প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে ৬ থেকে ৭ মিনিট
উচ্চতর দক্ষতা প্রশ্নের ক্ষেত্রে ৮ থেকে ১০ মিনিট