বরগুনায় ডেঙ্গুর ছোবলে আরও এক নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাবেয়া (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) বিকেলে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা।

রাবেয়ার পুত্রবধূ মনোয়ারা বেগম জানান, গত দুইদিন ধরেই জ্বরে ভুগছিলেন রাবেয়া। গতকাল শনিবার তার ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। এরপর আজ সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তিনি মারা যান।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩২৯ জন। এর মধ্যে চিকিৎসাধীন ২২১ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২।