জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যাগিং চলবে না: প্রক্টর

প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক
প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে ফেসবুক বার্তায় র‍্যাগিংবিরোধী কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক।

আজ রবিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনদের স্বাগত জানিয়ে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘র‍্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ, যা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

নবীনদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের নতুন সদস্য হিসেবে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে আপনাদের আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।’

তিনি আরও লেখেন, ‘আমরা বিশ্বাস করি, আপনারা উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তোলার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধে উজ্জীবিত হবেন। বিশ্ববিদ্যালয় হলো সহনশীলতা, সহযোগিতা ও সৌহার্দ্যের স্থান—এখানে আমরা সবাই একে অপরের সহযাত্রী।’

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনর্গঠিত হচ্ছে, কেন্দ্রের চার শীর্ষ পদে হবে নির্বাচন

র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, ‘কোনো শিক্ষার্থী যদি নবীনদের শারীরিক, মানসিক বা মৌখিকভাবে হয়রানির চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নবীনদের যেকোনো ধরনের হয়রানির ঘটনা বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও চেয়ারম্যান, প্রক্টোরিয়াল বডি, ছাত্রকল্যাণ পরিচালক, শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটি, কোষাধ্যক্ষ কিংবা উপাচার্য মহোদয়ের অফিসকে দ্রুত জানাতে অনুরোধ করা হচ্ছে।’

র‍্যাগিংমুক্ত একটি নিরাপদ ও উৎসাহব্যঞ্জক শিক্ষার পরিবেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে প্রক্টর বলেন,
‘আমরা চাই, এ ক্যাম্পাস হোক এক উজ্জ্বল, নিরাপদ ও উৎসাহব্যঞ্জক শিক্ষার পরিবেশ। আসুন, সবাই মিলে একটি ইতিবাচক, র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।’

আজ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের প্রথম বর্ষের প্রথম ক্লাস শুরু হয়েছে। নবীনদের বরণ করে নিতে প্রতিটি বিভাগ ও অনুষদ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।