এইচএসসি পেছানোর দাবিতে ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ
- ২৩ জুন ২০২৫, ০৮:১০
এইচএসসি পরীক্ষা পেছানোসহ ৩ দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন একদল পরীক্ষার্থী। রবিবার (২২ জুন) দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, করোনাভাইরাসের সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য এরই মধ্যে আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে তারা প্রস্তুতি নিতে পারছেন না।
তারা বলেন, এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়বে। করোনার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি চূড়ান্ত করার আহ্বান জানান শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের তিন দফা হলো—
*এইচএসসি ও সমমান পরীক্ষা পেছাতে হবে।
*জুলাই মাসজুড়ে আন্দোলন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, নিরাপত্তা, লোডশেডিং ও বন্যার কারণে দুই-তিন মাসের পড়াশোনার ক্ষতি পূরণে সময় দেওয়া।
*এমসিকিউ (বহুনির্বাচনি) ও সিকিউ (লিখিত) মিলিয়ে পরীক্ষায় পাসের ব্যবস্থা করা। একই সঙ্গে শিক্ষা বোর্ডের ঘোষিত ৩৩ দফা নির্দেশনা বাতিল করা।