মোসাদের গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। আজ রবিবার (২২ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বিষয়টি জানানো হয়।

ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনের বরাতে এএফপি জানিয়েছে, সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়া শেষে এবং সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে মজিদ মোসাইবি নামের ওই ব্যক্তিকে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি মোসাদকে সংবেদনশীল তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন।

এর আগে গত ১৬ জুন ইসমাইল ফকরি নামের আরেক মোসাদ গুপ্তচরের ফাঁসি কার্যকর করে ইরান। 

ইরানের বিচারবিভাগ-সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান অনলাইনের খবরে বলা হয়েছে, ইরানের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখায় ইসরায়েলি গুপ্তচর সংস্থার এক ‘ছদ্মবেশী এজেন্টের’ ফাঁসি কার্যকর করা হয়েছে।

এর মধ্য দিয়ে গত কয়েক সপ্তাহে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।

গত ১৩ জুন ইসরায়েলি হামলার পর থেকে ইরান একাধিক ব্যক্তিকে ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে গ্রেপ্তার করেছে।