ইরানে গুপ্তচর সন্দেহে ইহুদি জার্মান নাগরিক আটক

গ্রেপ্তার জার্মান নাগরিক
গ্রেপ্তার জার্মান নাগরিক © সংগৃহীত

ইরানে সংবেদনশীল সামরিক ও পারমাণবিক এলাকায় গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জার্মান নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রবিবার (২২ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন ইহুদি জার্মান এবং দ্বৈত নাগরিক বলে জানানো হয়েছে। ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম তাকে একজন ‘গুপ্তচর’ হিসেবে উল্লেখ করেছে। বলা হয়েছে, ওই ব্যক্তি মারকাজি প্রদেশে ধরা পড়েন এবং তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও নাশকতার একাধিক ঘটনার অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, তিনি একজন পর্যটক সেজে ইরানে প্রবেশ করেন এবং দেশজুড়ে বিভিন্ন সংবেদনশীল অঞ্চলের ছবি তুলছিলেন। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে বিবিসি।

বিশেষ করে ইসরায়েলের হামলার পর থেকে তেহরান, ইসফাহান ও মারকাজিসহ   বিভিন্ন প্রদেশে একই ধরনের অভিযোগে আরও অনেককে আটক করা হয়েছে। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে সংখ্যা জানায়নি ইরান সরকার।