সড়ক থেকে বিশ্বজিৎয়ের মরদেহ উদ্ধার

কলমান্দা থানা, নেত্রকোনা
কলমান্দা থানা, নেত্রকোনা © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়কের পাশ থেকে বিশ্বজিৎ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২১ জুন) সকালের দিকে উপজেলার হিন্দু চকপাড়া ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হাসান। 

নিহত বিশ্বজিৎ উপজেলার সদর ইউনিয়নের হিন্দু চকপাড়া গ্রামের অনিলের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে স্থানীয় এক নারী প্রথমে মৃতদেহটি দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।  মরদেহের পাশে মদের বোতল ও ট্যাপেন্ডাল জাতীয় ঔষধ পাওয়া যায়। বিষক্রিয়ার কারণে বিশ্বজিৎয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

কলমান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।