উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’
- ২৩ জুন ২০২৫, ১৫:৫৬
উত্তরা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন করা হবে।
আয়োজকেরা জানিয়েছেন, রিইউনিয়নে অংশ নেবেন বিভাগের সাবেক শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, কর্পোরেট পেশাজীবী, বর্তমান শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে থাকবে স্মৃতিচারণা, অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং সেশন ও সাংস্কৃতিক আয়োজন। রিইউনিয়নের বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘লালন’।
রিইউনিয়নে অংশ নিতে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের ১১ জুলাই এর মধ্যে অনলাইনে নিবন্ধন করতে বলা হয়েছে। এই লিংকে গিয়ে নিবন্ধন করা যাবে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে উত্তরা ইউনিভার্সিটির অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে এই নম্বরে: ০১৮৭২৬০৭৩৫৯।