আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতায় ‘স্পিরিট অব দ্য কম্পিটিশন’ অ্যাওয়ার্ড জিতল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
- ২১ জুন ২০২৫, ২০:১৮
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ আন্তর্জাতিক অঙ্গনে একটি গৌরবময় অধ্যায়ের সূচনা করেছে। নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ‘IBA International Criminal Court Moot Court Competition 2025’-এ বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির একটি দল। গত ১১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে ‘IBA Spirit of the Competition Award 2025’ অর্জন করে দলটি।
এ প্রতিযোগিতায় বিশ্বের ৪৫টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইন শিক্ষার্থীদের ৮৮ টি দল অংশগ্রহণ করে। লাইডেন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) আদালতের আদলে গঠিত কোর্ট রুমে এ তিযোগিতা অনুষ্ঠিত হয়। এই মুট কোর্টে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অপরাধ, মানবাধিকার এবং বিচার প্রক্রিয়া নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার সদস্য বিশিষ্ট মুট কোর্ট টিমে মুটার হিসেবে ছিলেন এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থী সৈয়দ মাহিন, মো. মাহবুবুর রহমান সোহাগ ও সোনালী রাজবংশী। এতে রিসার্চার হিসেবে দায়িত্ব পালন করেছেন এলএলএম শিক্ষার্থী দীপাণ্বিতা চাকমা।
তাদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রভাষক, সাল সাবিল চৌধুরী সহকারী কোচ ছিলেন মো. রাফি ইবনে মাসুদ।
এই সম্মানজনক অর্জনের প্রতিক্রিয়া জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. দিদারুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের আইন শিক্ষার একটি ঐতিহাসিক সাফল্য। এটি ভবিষ্যৎ আইন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে, সঠিক দিকনির্দেশনা ও সহায়তা পেলে তারা বিশ্ব পরিমণ্ডলে নেতৃত্ব দিতে সক্ষম।
স্কুল অব ল-এর ডিন, অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের শিক্ষার্থীরা আইনের মতো একটি জটিল ও চ্যালেঞ্জিং বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সাথে নিজেদের প্রতিভা তুলে ধরেছে। এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল কবির তার প্রতিক্রিয়ায় বলেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এই অর্জন শুধু একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, এটি বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা, মনন এবং আন্তর্জাতিক পরিসরে নেতৃত্বের সক্ষমতার প্রমাণ। এই গর্ব আমাদের সকলের।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এক শুভেচ্ছা বার্তায় বলেন, এ অর্জন কেবল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন বিভাগের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমগ্র বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক অনন্য মাইলফলক। আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে, প্রতিকূলতার মাঝেও দৃঢ় মনোবল ও প্রজ্ঞার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের স্থান করে নেওয়া সম্ভব। আমি অত্যন্ত গর্বিত এবং আশা করি, এই অর্জন ভবিষ্যতের পথকে আরও উজ্জ্বল করে তুলবে।