ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা: সক্ষমতা নিয়ে ‘আত্মবিশ্বাসহীন’ ইরান
- ২১ জুন ২০২৫, ২০:১৮
গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানার ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে ইরান—এমনটাই মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ডেভিড ডেস রোচেস।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো মূলত এমন লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপ করা হচ্ছে, যেগুলো অরক্ষিত বা অপেক্ষাকৃত কম সুরক্ষিত। এর মধ্যে রয়েছে সামরিক দৃষ্টিকোণ থেকে কম গুরুত্বপূর্ণ অবকাঠামো।
রোচেস বলেন, “যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে, তা কমান্ড ও কন্ট্রোল সদরদফতর বা বিমানঘাঁটির মতো নয়—যেগুলো সাধারণত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত থাকে।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সেগুলো সামরিকভাবে তেমন গুরুত্বপূর্ণ নয়। এটি স্পষ্ট করে যে, ইরান এখনো নির্দিষ্ট ও উচ্চমূল্য সম্পন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো সুনির্দিষ্ট সক্ষমতা বা আত্মবিশ্বাস অর্জন করতে পারেনি।