ইরান এখনো ব্যবহার করেনি নতুন প্রজন্মের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র

সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র
সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র © সংগৃহীত

ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাত ইতোমধ্যে এক সপ্তাহ অতিক্রম করেছে। এ সময়ে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সামরিক বিশ্লেষকদের মতে, ইরান এখনো তার সর্বাধুনিক ও নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেনি। এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

গত ১৩ জুন, শুক্রবার বিনা উসকানিতে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায়। এ হামলার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং সাধারণ আবাসিক এলাকা। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন।

এর জবাবে ইরান দ্রুত প্রতিক্রিয়া জানায়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ইউনিট "অপারেশন ট্রু প্রমিস থ্রি" নামের অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার পর্যন্ত ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে।

সামরিক বিশ্লেষকদের দাবি, ইরানের এসব পাল্টা হামলায় অন্তত ১০টি কৌশলগত বৈশিষ্ট্য রয়েছে, যা ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর করে দিয়েছে। তা সত্ত্বেও, তেহরান এখনো তাদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার মাঠে নামায়নি, যা ভবিষ্যতের জন্য এক গুরুতর বার্তা হতে পারে।