পুতিন-শি চিনপিংয়ের ফোনালাপ, ইরান ইস্যুতে ঐক্যমত
- ২০ জুন ২০২৫, ২০:২১
ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দুই বিশ্বনেতার এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৯ জুন) এ মুঠোফোনে কথা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের খবরে বলা হয়েছে, ফোনালাপে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং বড় শক্তিগুলোর প্রতি উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ মাথায় রেখেই প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে এই বার্তা দেওয়া হয়েছে।
শি চিনপিং বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়—বিশেষ করে যেসব প্রভাবশালী শক্তির সংঘাতে জড়িত পক্ষগুলোর ওপর সরাসরি প্রভাব রয়েছে—তাদের উচিত পরিস্থিতি শান্ত করা, উত্তপ্ত করা নয়।’
তিনি ইরান ও ইসরায়েলের প্রতি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং ইসরায়েলের প্রতি বিশেষভাবে পরিস্থিতি ঠান্ডা রাখার অনুরোধ করেন।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ফোনালাপে পুতিন আবারও সংঘাত নিরসনে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই সংকট কিংবা ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই—এগুলোর একমাত্র সমাধান হতে পারে রাজনৈতিক ও কূটনৈতিক পথে।
ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজন হলে যে কোনো ধরনের মধ্যস্থতার উদ্যোগ নিতে প্রস্তুত বলে চিনপিংকে আশ্বস্ত করেছেন। চিনপিংও এই প্রস্তাবে সম্মতি জানান, কারণ এটি বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।’
পুতিন ও চিনপিং একমত হন যে, সামনের দিনগুলোতে রাশিয়া ও চীনের কূটনৈতিক ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সমন্বয় বজায় থাকবে। তারা মনে করছেন, এই সহযোগিতা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়তে পারে এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে অন্যান্য অঞ্চলেও।
এই আলোচনার মাধ্যমে বিশ্বকে শান্তির পথে আহ্বান জানালেন দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান।