মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল হামলা চালাত না: ইরানি কর্মকর্তা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

তেহরানে ইসরায়েলের হামলা এমন সময়ে হয়েছে, যখন আমেরিকান প্রেসিডেন্টের অনুরোধে শান্তিপূর্ণ আলোচনায় বসেছিল ইরান—এমনটাই বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি লারিজানি।

বৃহস্পতিবার (১৯ জুন) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এমন সংবাদ প্রকাাশ করেছে। 

তিনি বলেন, `আলোচনার শেষ পর্যায়ে এসে দেখা যায়, যুক্তরাষ্ট্র আসলে সমস্যার সমাধান চায়নি। বরং তারা আমাদের ওপর কিছু নির্দিষ্ট শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল।’

লারিজানি আরও বলেন, ‘আমাদের ওপর এই আগ্রাসন ইসরায়েল মার্কিন সিদ্ধান্ত ছাড়া চালাত না। আমাদের বিশ্বাস, ট্রাম্প এই ইস্যুতে প্রতারণার আশ্রয় নিয়েছেন।’

তিনি যোগ করেন, ‘সেনা নেতাদের হত্যা করলেও তাদের বদলি ১২ ঘণ্টার মধ্যেই নিয়োগ দেওয়া হয়েছে। ইসরায়েল ভেবেছিল কয়েক দিনের মধ্যে ইরান পিছু হটবে। কিন্তু তা হয়নি।’