জুলাই ঘোষণাপত্র কবে— জানালেন প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম
প্রেস সচিব শফিকুল আলম © সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ৫ আগস্টের আগেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। যদিও ঘোষণাপত্র প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে শিগগিরই তা জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা চলমান রয়েছে।

প্রেস সচিব আরও জানান, উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এ উদ্দেশ্যে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বিশিষ্ট গবেষক অধ্যাপক সি আর আবরারকে।