প্রসঙ্গত, বিএটি বাংলাদেশ দেশের অন্যতম প্রধান বহুজাতিক তামাক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
১ জুলাই থেকে ঢাকায় বিএটির কারখানা বন্ধ
- ২৯ জুন ২০২৫, ১৩:৫০
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ আগামী ১ জুলাই থেকে তাদের ঢাকার কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি এ তথ্য জানায়। একইসঙ্গে, বিএটি বাংলাদেশ তাদের নিবন্ধিত অফিস মহাখালী থেকে আশুলিয়া দোহার, ধামসোনা, বলিভদ্র বাজার এলাকায় স্থানান্তরের পরিকল্পনাও প্রকাশ করেছে।
এই সিদ্ধান্ত এসেছে সুপ্রিম কোর্টের একটি রায়ের পর, যেখানে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকার হেড অফিস ও কারখানা প্রাঙ্গণের ইজারা চুক্তি বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে প্রতিষ্ঠানটিকে জায়গাটি খালি করতে হচ্ছে।
গত ২৯ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিএটি বাংলাদেশের করা আপিল খারিজ করে দেয় এবং হাইকোর্টের পূর্বের রায় বহাল রাখে। এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট বিএটি বাংলাদেশের একটি রিট পিটিশন খারিজ করে দেয়, যেখানে প্রতিষ্ঠানটি ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের ইজারা নবায়ন না করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল।