কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় দুই বোন নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

কুড়িগ্রাম সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাক্টর চাপায় আপন দুই বোন নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) রাত ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, ছিনাই ইউনিয়নের মৃত রহমতের স্ত্রী রোকেয়া ও কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদের স্ত্রী পারভীন। তারা আপন বোন বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রোকেয়া ও পারভীন কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় কাঁঠালবাড়ীগামী দ্রুত গতির একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।