চাকরির ইন্টারভিউ দিতে এসে ধর্ষণচেষ্টার শিকার তরুণী
- ২০ জুন ২০২৫, ১৮:২৪
চট্টগ্রামের আনোয়ারায় চাকরির ইন্টারভিউ দিতে আসা এক তরুণীকে ধর্ষণচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৮ জুন) উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে ।
ভুক্তভোগী তরুণী জানান, কর্ণফুলীর ব্রিজঘাট এলাকার খালাতো বোনের বাসা থেকে সকাল ৮টার দিকে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) একটি কারখানায় ইন্টারভিউ দিতে আসেন তিনি। পরীক্ষা শেষে গেটে থাকা চাতরী চৌমহনীগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।
অটোরিকশায় তখন আগে থেকেই বসা ছিল এক অজ্ঞাত যুবক। চালক চাতরী চৌমহনী বাজারে না গিয়ে একটি নির্জন এলাকায় নিয়ে যান । সেখানে গিয়ে জানান, অটোর চাকা নষ্ট হয়েছে। এরপর চালক ও সঙ্গে থাকা যুবক তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
নিজেকে রক্ষার শেষ চেষ্টায় অটো থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন ওই তরুণী। এ সময় তিনি মারাত্মকভাবে আহত হন—নাক-মুখ থেঁতলে যায়, একটি দাঁতও পড়ে যায়। পরবর্তীতে তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, “ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”