ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও বিমানবন্দর ক্ষতিগ্রস্ত
- ১৯ জুন ২০২৫, ১৭:২০
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের ভেতরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। সরাসরি তথ্যপ্রবাহে বাধা থাকায় স্যাটেলাইট ইমেজে এখন সবচেয়ে নির্ভরযোগ্য উৎস।
স্যাটেলাইট থেকে তোলা সর্বশেষ কিছু চিত্র বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই। এতে দেখা যাচ্ছে, তাবরিজে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটির নয়টি ভবন ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ঘাঁটিতে প্রবেশের দুটি টানেলও চুরমার হয়ে গেছে।
ছবিগুলো সরবরাহ করেছে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ সংস্থা ম্যাক্সার। এছাড়া আরও কিছু স্থাপনার ওপর হামলার চিহ্ন দেখা গেছে, যা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বড় ধরনের আঘাতের ইঙ্গিত দেয়।