ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানো নিয়ে যা জানাল ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ জুন) তিনি সাংবাদিকের সামনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সেটা বলতে পারি না… আপনি কি সত্যিই মনে করেন আমি এই প্রশ্নের উত্তর দেব?’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন না আমি কী করব। আমি হামলা চালাতেও পারি, আবার নাও চালাতে পারি। কেউ জানে না আমি কী করব।’

ট্রাম্পের দাবি, ইরান বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে আছে। তারা এখন আলোচনা করতে চায়। 

্ইরানের নাগরিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমরা আগেই আলোচনা করোনি কেন—এই মৃত্যু ও ধ্বংসযজ্ঞের আগে? আমি বলেছি, তোমরা যদি দু’সপ্তাহ আগেই আলোচনা করতে তাহলে সব ঠিকঠাক থাকত, তখন তোমাদের একটা দেশ থাকত।’

ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ফের চরমে উঠেছে। তবে স্পষ্ট করে কিছু না বললেও তার মন্তব্যে ভবিষ্যতে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।