রোদে উজ্জ্বল, বৃষ্টিতে বিপর্যস্ত বাংলাদেশ
- ২৩ জুন ২০২৫, ১৯:০২
গল টেস্টের দ্বিতীয় দিন যেন এক নাট্যমঞ্চ—যেখানে সকালটা ছিল গর্বে ভরা, আর বিকেলটা হতাশায় ডুবেছে। একপাশে ছিল মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের ব্যাটে গাঁথা আত্মবিশ্বাসী সিম্ফনি, অন্যপাশে হঠাৎ নেমে আসা বৃষ্টির পর ছন্দপতনের করুণ সুর।
দিনের শুরুতেই গ্লাভসজোড়া খুলে সাজঘরে ফিরেন ১৪৮ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত। এরপর উইকেটে আসে এক আস্থার জুটি—মুশফিক ও লিটন। দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ এগোতে থাকে অনায়াসে। চোখ জুড়ানো ব্যাটিংয়ে তারা গড়েন ১৪৯ রানের অনন্য এক জুটি।
ঠিক তখনই গল আকাশে নামে বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় সোয়া দুই ঘণ্টা। আর ফিরে এসে যেন সেই আগের ধারটাই হারিয়ে ফেলে বাংলাদেশ। বৃষ্টির পর আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুশফিকুর রহিম। পরের ওভারেই লিটন কুমার দাসও ফিরে যান সাজঘরে।
তারপর যেন একের পর এক ঢেউয়ে ভেঙে পড়ে সফরকারীদের ইনিংস। মিলান রাত্নায়েকে শিকার করেন আরও তিনটি উইকেট। মাত্র ২৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে অলআউট হওয়ার মুখে দাঁড়িয়ে এখন বাংলাদেশ।
দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান। শেষ ভরসা দুই পেসার—হাসান মাহমুদ ও নাহিদ রানা।
এই ইনিংসে উজ্জ্বলতম তারা নিঃসন্দেহে মুশফিকুর রহিম। তিনি বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে খেলেছেন ১৬৩ রানের এক দারুণ ইনিংস। পাশে ছিলেন লিটন দাস, তার ব্যাট থেকে আসে ৯০ রান। তবু দিনশেষের স্কোরকার্ড বলছে, শুরুটা যতই রাজকীয় হোক, বৃষ্টির পর যেন সব কিছুই থমকে গেছে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৯২/৩) ১৫১ ওভারে ৪৮৪/৯ (শান্ত ১৪৮, মুশফিক ১৬৩, লিটন ৯০, জাকের ৮, নাঈম ১১, তাইজুল ৬, হাসান ০*, নাহিদ ০*; আসিথা ২৮-৫-৮০-৩, মিলান রত্নায়াকে ২২.৪-৬-৩৮-৩, থারিন্ডু রাত্নায়াকে ৪৯.২-৩-১৯৬-৩, জয়াসুরিয়া ৪৮-২-১৫৪-০, ডি সিলভা ৩-০-৭-০)