চেয়ারম্যান পলাতক, ইউনিয়ন পরিষদ চালান উদ্যোক্তা

এনায়েতপুর ইউনিয়ন পরিষদ, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ
এনায়েতপুর ইউনিয়ন পরিষদ, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ © টিডিসি ফটো

ঘড়ির কাটায় দুপুর ১২টা। ১৫০ টাকা করে জন্মনিবন্ধন দিতে দরদাম করছেন উদ্যোক্তা। চেয়ারম্যানের নামে জুলাই আন্দোলনের ঘটনায় দুটি মামলা থাকায় তিনি পলাতক। সেই সুযোগে প্রশাসনিক কর্মকর্তা গড়হাজিরা দেন ইউনিয়ন পরিষদে। সেবা নিতে আসা জনগণ পড়েন ভোগান্তিতে। মেম্বার বলেন, “আল্লাহই চালান ইউনিয়ন পরিষদ।”

জনগণের ভোগান্তির ঐ ইউনিয়ন পরিষদের নাম ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদ। ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন ঐ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জুলাই আন্দোলনের পর তার নামে দুটি সন্ত্রাসবিরোধী আইনে মামলার পর থেকে তিনি থাকেন গা ঢাকা দিয়ে। 

সরেজমিনে বুধবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে দেখা গেছে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার রুমে তালা ঝুলছে।

চেয়ারম্যান পলাতক থাকার সুযোগে প্রশাসনিক কর্মকর্তা বাবুল হোসেনও ইউনিয়ন পরিষদে গড় হাজিরা দেন বলে স্বীকার করেছেন ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হালিম। তিনি বলেন, ‘আল্লাহই চালান আমাদের ইউনিয়ন পরিষদ। এভাবে কি ইউনিয়ন পরিষদ চলে?’

জন্ম নিবন্ধনের জন্য মানুষ বারান্দা দিয়ে ঘোরাফেরা করছেন। সকলের হাতেই জন্ম নিবন্ধনের ফাইল। অনেকের জন্মনিবন্ধন জরুরি থাকায় হতাশা বিরাজ করছে তাদের মনে। 

উদ্যোক্তা আল আমিনের সাথে কথা বলে জানা গেছে, প্রশাসনিক কর্মকর্তা আসার কথা, কিন্তু আসেননি। আগের দিনও তিনি ছিলেন অনুপস্থিত। ১৫০ টাকা করে জন্ম নিবন্ধনের ফি সরকার কর্তৃক নির্ধারিত বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক জন্মনিবন্ধন করতে আসা লোকজন জানান, চেয়ারম্যান পলাতক থাকায় কোন নিয়মকানুন নেই ইউনিয়ন পরিষদে। তারা বলেন, আমরা বেশি চাপাচাপি করলে হয়রানির শিকার হতে হয়। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে জন্ম নিবন্ধন করতে হচ্ছে।

আরও পড়ুন: জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান আইজিপি

টি আর, কাবিখা, কাবিটা ও উন্নয়ন তহবিলের টাকার প্রকল্প নিয়ে জানার চেষ্টা করলে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা কেউ ফোন রিসিভ করেননি। তবে ইউনিয়ন পরিষদের সামনে হাঁটু পর্যন্ত কাঁদাজল থাকায় প্রকল্পগুলো বাস্তবায়ন নিয়ে নানান প্রশ্নের উদয় হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মেহাম্মদ আরিফুল ইসলাম জানান, খোঁজ নিয়ে ব্যবস্থাগ্রহণ করা হবে।