জাতীয় মেধাতালিকা প্রকাশ নিয়ে যা জানালেন এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান
- ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৫
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরুর আগেই নতুন করে জাতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। এ কাজটি টেলিটক করবে। ইতোমধ্যে ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণরা ই-সনদ ডাউনলোড করতে পারছেন।
বুধবার (১৮ জুন) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী।
এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ‘জাতীয় মেধাতালিকা নিয়ে প্রার্থীদের দুশ্চিন্তার কিছু নেই। টেলিটক যথাসময়ে মেধাতালিকা হালনাগাদ করবে। যেহেতু ১৭তম নিবন্ধনধারী প্রার্থীর সংখ্যা কম, সেহেতু তালিকা খুব বেশি পরিবর্তন হবে না। ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাই চাকরির সুযোগ পাবেন।’
এর আগে গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এনটিআরসিএর ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় ২০২৪ সালের ১২ ও ১৩ জুলাইয়ে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।