যশোর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু
- ২১ জুন ২০২৫, ২০:১০
যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেখ আমির হোসেন নামের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ জুন) ভোরে তিনি হাসপাতালে মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়। হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে।
জানা গেছে, ৫ জুন বাঘারপাড়ার আমির হোসেন যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। এত দিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার তার নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন।
কিন্তু সেখানে শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাকে সেখানে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনেরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। আজ বুধবার ভোরে তিনি মারা যান।
চিকিৎসক রবিউল ইসলাম তুহিন বলেন, ‘কিডনিজনিত সমস্যায় সার্জারি বিভাগের রোগী হিসেবে ৫ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে সন্দেহজনক আরও তিনজন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।